সোমবার (৮ জানুয়ারী) বিকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গোবিন্দ নগর গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও আহত পরিবার সূত্রে জানা যায়, উপজেলার গোবিন্দনগর গ্রামের মৃত বেলায়েত সরকারের ছেলে আব্দুল লতিফ। সোমবার বিকালে তার ভাতিজা অনিক মিয়া জোরপূর্বক ভাবে লতিফ মিয়ার আঙ্গিনায় একটি কাঁঠাল গাছ কাঁটতে থাকে।
এ সময় গাছ কাঁটতে অনিককে বাঁধা দিলে কথা কাটাকাটি বাঁধে। কথা কাটাকাটির এক পর্যায়ে অনিক তার চাচা লতিফ মিয়াকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি মাথা ও চোখে কুপিয়ে রক্তাক্ত জখম করে।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি দেখা দিলে কর্তব্যরত চিকিৎসক তাকে জামালপুর সদর হাসপাতালে স্থানান্তর করেন।
এ ব্যাপারে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু মো. ফজলুল করীম বলেন, মারামারির ঘটনায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
203
Share
dailykagojkolom.com এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।