সারা দেশের কর্মসূচির অংশ হিসেবে ক্রমবর্ধমান নারী নির্যাতনের প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সুশাসনের জন্য ইএসডিও প্রোমোট প্রকল্পের উদ্যোগে ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলার ৩ নং হোসেনগাঁও ইউনিয়নে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার ১০ (ফেব্রুয়ারি) বেলা ৪.০০ টায় ইএসডিও প্রমোট প্রকল্পের উদ্যোগে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন- রানীশংকৈল ইএসডিও প্রোমোট প্রকল্পের পিএফ মোঃ আখতারুল ইসলাম ,প্রমোট প্রকল্পের ভলিন্টিয়ার – নারীনেত্রী হেমতা বালা ও প্রোমোট যুব নেটওয়ার্কের সকল সদস্যরা। এ সময় কয়েকটি সামাজিক সংগঠন একাত্মতা ঘোষণা করে মানববন্ধনে অংশগ্রহণ করে।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান সময়ে ধর্ষণ বেড়ে যাওয়ায় নিরাপত্তাহীনতায় রয়েছে গোটা নারী সমাজ। দেশে ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধে স্থায়ী সমাধানে কঠোর আইন প্রয়োগের দাবি জানান তারা।
dailykagojkolom.com এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।