দেশের মানুষ নির্বাচনের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে —মোস্তফা আল মাহমুদ
মেহেদী হাসান দৈনিক কাগজ কলম
প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, শনি, ১৩ ফেব্রুয়ারি ২১
236
Share
জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও জামালপুর জেলা জাতীয় পার্টির আহবায়ক মোস্তফা আল মাহমুদ বলেছেন, ‘দেশের মানুষ নির্বাচনের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে, মানুষ আর ভোটকেন্দ্রে যায় না। জাতীয় পার্টি কোনো প্রশ্নবিদ্ধ নির্বাচন চায় না।নির্বাচনে মানুষের অনাগ্রহ হচ্ছে গণতন্ত্রের দুর্বলতা।’
শনিবার (১৩ ফেব্রুয়ারি) রাতে জামালপুরের ইসলামপুর উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ডের দলীয় কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ‘রাজনীতিতে প্রাণচাঞ্চল্য এবং নির্বাচনে উৎসবমুখর পরিবেশ না থাকায় অনেকেই রাজনীতি থেকে ঝরে পড়ছেন। এটা গণতন্ত্রের জন্য কখনোই শুভ হতে পারে না। এভাবে চলতে থাকলে অনেক দলই সাইনবোর্ড এবং নামসর্বস্ব দলে পরিণত হবে।’
নির্বাচনের প্রতি মানুষের কেন অনাস্থা, তা নির্বাচন কমিশনকে খুঁজে বের করতে হবে বলে জানান তিনি।
গোয়ালেরচর ইউনিয়ন জাতীয় পার্টির আয়োজনে প্রধান বক্তার বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব জিল্লুর রহমান বিপু।
গোয়ালেরচর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি তোতা মিয়ার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জাতীয় পার্টির সদস্য আনোয়ার হোসেন, জেলা জাতীয় পার্টির সদস্য খোরশেদ আলম, হারুন-অর-রশিদ, জুয়েল সরকার, মোঃ মাহমুদুল্লাহ, ইসলামপুর উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-আহবায়ক ফেরদৌস সরকার, সদস্য শাহাবুদ্দিন, ইসলামপুর শহর জাতীয় পার্টির আহবায়ক তারা মিয়া প্রমুখ৷
236
Share
dailykagojkolom.com এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।