জামালপুরের ইসলামপুরে নদী ভাঙন কবলিত ও কর্মহীন ২১টি পরিবারের নারীকে সেলাই মেশিন দিয়েছেন জামালপুর-শেরপুর আসনের সংরক্ষিত মহিলা এমপি হোসনে আরা।
সোমবার (০১ মার্চ) দুপুরে ইসলামপুর উপজেলার কিংজল্লা গ্রামে এসব সেলাই মেশিন বিতরণ করেন তিনি।
মহিলা বিষয়ক মন্ত্রণালয় থেকে পাওয়া ২০টি মেলাই মেশিন হতদরিদ্র কর্মহীন নারীদের কর্মসংস্থানের জন্য প্রদান করা হয়।
এছাড়া সংসদ সদস্য হোসনে আরা।এক দরিদ্র ভ্যানচালকের কলেজ পড়ুয়া মেয়ে নিজ খরচে আরো একটি সেলাই মেশিন প্রদান করেন।