জামালপুরের মাদারগঞ্জে পৌর এলাকার গাবের গ্রাম সোনারপাড়া থেকে মামলার বাদী মোঃ হামেদ সোনারের শ্বশুর মোঃ আব্দুর রহমানের ঘর থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।
এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার জানান, গাবের গ্রামের সোনার পাড়ার মোঃ আজম ও মোঃ ফজল সোনারের মধ্যে পারিবারিক বিরোধ ও মামলা মোকদ্দমা চলে আসছে দীর্ঘ দিন ধরে। মামলায় জেতার জন্য গত ২২ অক্টোবর ২০২০ তারিখে মোটরসাইকেল ভাংচুরের ঘটনায় দেখিয়ে দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন।
মোঃ ফজল সোনারের শ্যালক উপজেলার গুনেরবাড়ী বন্দধলী গ্রামের মোঃ হামেদ সোনার দায়েরকৃত মামলা নং ৭৩/২০ তাং- ২২/১০/২০২০।
এই মামলায় গত বুধবার ১২/০১/২০২২ ইং সন্ধ্যা ৬ টায় মাদারগঞ্জ মডেল থানার এস আই মোঃ জিন্নাহ মামলার বাদী মোঃ হামেদের শ্বশুর গাবের গ্রামের মোঃ আব্দুর রহমানের ঘর থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে।