জামালপুরের সরিষাবাড়ীতে টোকাই সমিতির উদ্যোগ অসহায় শিশুদের পুনর্বাসন কার্যক্রমের আওতায় শিক্ষা ও মানবিক সহায়তা উপকরণসহ আর্থিক অনুদান দেওয়া হয়েছে।
শুক্রবার (৩ জুন) সকালে তারাকান্দি উদয়ন মানবকল্যাণ সংগঠনের সহায়তায় উপজেলার ডোয়াইল ইউনিয়নের প্রসাদপুর গ্রামের প্রজাপতি কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের মাঝে এসব প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টোকাই সমিতি উপজেলা শাখার প্রতিনিধি মো. আসাদুজ্জামান, প্রজাপতি কিন্ডারগার্টেনের পরিচালক আলমগীর হোসেন, মো. শরিফুজ্জামান, শেখ সজীব প্রমুখ।
সহায়তা উপকরণ বিতরণের প্রধান উদ্যোক্তা মো. আসাদুজ্জামান জানান, টোকাই সমিতির পক্ষ থেকে প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত সকল শিশুদের মাঝে পর্যায়ক্রমে এই কার্যক্রম ছড়িয়ে দেয়া হবে।
dailykagojkolom.com এ প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।